তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পদ বঞ্চিত নেতাদের উদ্যেগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদ বঞ্চিত নেতাদের এক অংশের উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ সেপ্টম্বর) বেলা সাড়ে ১০ টায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে নগরীতে এই র‌্যালীতে অংশ গ্রহন করেন, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৯টা থেকে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা লাল সবুজ রংয়ের ক্যাপ পরিধান করেন। পাশাপাশি বাংলাদেশের পতাকার সাথে দলীয় পতাকা নিয়ে পদ বঞ্চিত এক অংশের নেতাদের র‌্যালীতে অংশ গ্রহন করেন।

পরে বেলা সাড়ে ১০ টায় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃতে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির পদ বঞ্চিত যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম-আহবায়ক ও মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেন, সদস্য সচিব আওলাদ হোসেন,

মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সদস্য সচিব এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, সিনিয়র যুগ্মআহবায়ক ও কাউন্সিলর সুলতান আহম্মেদ, যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন স্বপন, নেছার উদ্দিন, আল-মামুন, ফারুক চৌধুরী, মোস্তাক আহম্মেদ, পনেজ, জান্নাতুল ফেরদৌস রাজীব,

বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল হোসেন, সদস্য সচিব এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: সাফি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার, সাধারণ সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ,

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ সোলেইমান, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সহ-সভাপতি রানা মুজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাসিব সহ অন্যান্য নেতৃবৃন্দ

Related Articles

Back to top button