খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

২য় বিভাগ ক্রিকেট লীগে দুর্ণিবার স্পোর্টিং জিতেছে

স্পোর্টস রিপোর্টার:সোমবার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’ এর খেলায় দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে মহসিন ক্লাবকে পরাজিত করেছে। সকালে টস জিতে মহসিন ক্লাবের অধিনায়ক প্রথমেব্যাট করার সিদ্ধান্ত নেন। দুর্ণিবারের ফিল্ডারদের ক্যাচ মিসে মহসিন ক্লাব ২৫০ এর উপরে রান তোলার সুযোগ ছিল। কিš’ তারা তা পারেনি। ২০৮ রান তোলে তারা ৩৯ ওভারে। সুলতান বিন আলী ও অধিনায়ক আবিদুজ্জামান যেভাবে খেলছিলেন তাতে তারা স্বস্তি পাচ্ছিল। আলী ৫ ছয় ও ৪ চারে ৬৩ রানে আউট হলে কিছুটা চাপেপড়ে মহসিন ক্লাব। আবিদুজ্জামান ৪ চারে ৩২ রানে ফিরেন। শেষের দিকে মো. শান্ত ৫ ছয় ও ১ চারে ৪৩ রানে আউট হয়ে যান। কাজী শান্ত করেন ১ ছয়ে ১৪। মোস্তাক ৪ ছয় ও ৪ চারে ২৮ রান করেন। দুর্ণিবারের সাজ্জাদ ৪ উইকেট পান। জবা দিতে গিয়ে হিসেবি খেলা খেলে ৬ উইকেট ম্যাচ জিতে নেয় দুর্ণিবার। বোলিং এ ৪ উইকেট পাবার পর ব্যাট হাতেক্যারিসমা দেখিয়েছেন সাজ্জাদ। তিনি ৫ ছয় ও ৪ চারে আউট হন ৭৩ রানে। দল পায় জেতার সুবাস। রাফি ১ ছয় ও ৩ চারে ৩৯ রানে দারুন সংগত দিয়েছেন দলকে। নাবিল ফিরেন ৩ ছয়ে ২৪ রানে। শেষে অধিনায়ক আশরাফুল ও সাইফুল মিণে অপরাজিত থেকে দলকেজয়ের বন্দরে নিয়ে যান। আশরাফুল ৩২ ও সাইফুল ২০ রান করেন।

মহসিন ক্লাব ঃ ২০৮/১০(৩৯ওভার) সুলতান-৬৩,আবিদুজ্জামান-৩২,মো. শান্ত-৪৩,মোস্তাক-২৮,কাজী শান্ত-১৪। অতিরিক্ত-১৩। সাজ্জাদ-৪/১৮,আশরাফুল-২/৩৫।

দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ঃ ২১০/৪(৩৭.৩ ওভার) সাজ্জাদ-৭৩,আশরাফুল-৩২,রাফি-৩৯,নাবিল-২৪,সাইফুল-২০। অতিরিক্ত-১০। কাজী শান্ত-১/৩৬,রেদওয়ান-১/৪০,মোস্তাক-১/৪১।

আজকের খেলা ঃ ইসদাইর সূর্যোদয় সংসদ ও পাইপাড়া ক্রিকেট একাডেমী।
সকাল-৯টা।

Related Articles

Back to top button