তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আইনজীবী নূরুল কবীরের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. নূরুল কবীর আহমেদ এর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) বেলা ১২ টায় আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বারের সভাপতি এড. মহসীন মিয়া।
শোক সভায় বক্তারা তার জীবনী তুলে ধরেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন, এড. একরামুল হক, এড. সামসুল ইসলাম ভূইয়া, এড. হুমায়ুন কবীর, এড. খলিলুর রহমান, এড. তারাজ উদ্দিন, জিপি এড. মেরিনা বেগম, এড. বিদ্যুৎ কুমার সাহা, এড. কামরুজ্জামান, এড. সেলিনা বেগম। এছাড়াও বারের অন্যান্য সদস্য ও আইনজীবীগন উপস্থিত ছিলেন।