তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবাদিক অনুর রুহের মাগফেরাত কামনায় বিপিজেএ নাঃগঞ্জ জেলা শাখার মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রয়াত সাংবাদিক আনিসুজ্জামান অনুর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সহ-সভাপতি পাপ্পু ভট্রাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সবুজ। হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিকি মিলাদ ও দোয়া পরিচালনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক-আরিফুর রহমান, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক মোঃ শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক এনামুলহক সিদ্দিকী, সাধারন সদস্য সহিদুল ইসলাম, বিশাল আহম্মেদ, কাইয়ুম খান।
বক্তারা প্রয়াত আনিসুজ্জামান অনুকে স্মরণ করে বলেন, আনিসুজ্জামান অনু বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য ছিলেন। উনি অত্যন্ত সদালাপি সজ্জন মানুষ ছিলেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের অপুরনীয় ক্ষতি হয়ে গেলো। তার আত্বার মাগফেরাত কামনা করে সাংবাদিক সংগঠনগুলোকে প্রয়াত সাংবাদিক অনুর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

Related Articles

Back to top button