তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাসম্পাদকের পছন্দ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ডায়নামিক স্টিল কমপ্লেক্সের শ্রমিকরা। রোববার (৮ মে) সকালে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পুলিশ ও শ্রমিকরা জানান, ওই স্টিল কমপ্লেক্সে শতাধিক শ্রমিকের তিনমাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেননি। পরে ঈদের পরে বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের ছুটি দেন কারখানা মালিক। রোববার ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আজকের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। শ্রমিকেরাও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মেনে শান্ত হন।

Related Articles

Back to top button