তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে প্রাইম বাবুলের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি মেডিকেল সার্ভিস’। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এ আয়োজন করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল।

আয়োজনে চিকিৎসা সেবা দেন ডা. সজল কুমার দাস, যিনি ফার্মাসিউটিক মেডিসিন সোসাইটির চেয়ারম্যান। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এ সেবায় আশপাশের বিভিন্ন এলাকার ৪৫ জন মানুষ চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত রোগীদের সাধারণ চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।

আয়োজক আবু জাফর বাবুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সমাজে কেউ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিত এমন উদ্যোগ নিচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন, বিশেষ করে যাদের পক্ষে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব নয়। তারা এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

Related Articles

Back to top button