তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ-৫

মোঃ নুর নবী জনি – নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বেসিক পুরান বাজার  এলাকায় শেখ ফরিদের ৩ তলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলঃ মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী, ৩ মেয়ে মুন্নি, তিন্নি ও মৌরি।

ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিন শিশু সহ পাঁচজন দগ্ধ হয়। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Related Articles

Back to top button