জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে ভি ডাব্লিও বি’র চাল বিতরণ

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী’র ভেলুয়া ইউনিয়ন পরিষদে  ২০২৩_২৪ অর্থ বছরের বর্ধিত বরাদ্দের জানুয়ারী-মে মাসের ২৮৬ জন সুবিধাভোগির মাঝে ৪২.৯ মে.টন ভি ডাব্লিও বি চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ মে) এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেন ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আলম হোসাইনসহ সকল ইউপি সদস্য।

Related Articles

Back to top button