তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মানুষ তাদের গণতান্ত্রিক ও ভোট প্রয়োগের অধিকার চায় – গিয়াসউদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম :
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে পশ্চিম জালকুড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ৯নং বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে ১৬/১৭ বছর আন্দোলন করেছি। এতে অনেক মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। অবশেষে গত ২০২৪ সালের ৫ আগষ্ট এই স্বৈরাচারের পতন হয়েছে এবং সে পালিয়েছে। স্বৈরাচার এদেশের গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ধ্বংস করেছে। অর্থসম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং মানুষের মাঝে ব্যাপক বৈষম্য বৃদ্ধি করেছে। এখন দেশের মানুষের প্রত্যাশা কত দ্রুততম সময়ের মধ্যে এ দেশকে উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা আজকে মানুষ স্বপ্ন দেখে, প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, আজকে দেশের মানুষ ঐ সকল লুটপাটকারী, দূর্ণীতিবাজ, সন্ত্রাসীদের বিচার দেখতে চায়। মানুষ চায় এসব অপরাধীদের বিচার হোক এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তির ব্যবস্থা হোক। মানুষ তাদের গণতান্ত্রিক ও ভোট প্রয়োগের অধিকার চায়। দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি কিন্তু তারা ক্ষমতায় নেই। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে অন্তবর্তী সরকারকে। কিন্তু মানুষ যা প্রত্যাশা করে সেই কাংখিত ফলাফল দেখছেনা। সেজন্য মানুষ হতাশার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারা বর্তমান সরকারকে পরাভূত করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বর্তমান সরকারকে সহযোগিতা করতে বলেছেন, যা অব্যাহত রয়েছে। তাই বর্তমান সরকারকে আহ্বান করবো যে কাজগুলো না করলেই নয় সেগুলো সংস্কার করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। দেশ ও দেশের মানুষের কল্যাণে মৃত্যুর পূর্ব পর্যন্ত কাজ করে যাবো। এজন্য আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।
বক্তব্য শেষে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি রওশন আলী, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহামুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, জেলা তরুন দলের সভাপতি টি.এইচ তোফা, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন্নাহার, ১০নং ওয়ার্ডের সভাপতি আনিস সিকদার, ২নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button