তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চুনকা পাঠাগারের সামনের ফুটপাত উন্মুক্ত ও যানজট মুক্ত’র দাবীতে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম :
বঙ্গবন্ধু সড়কস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচতলার বারান্দার অবৈধ বর্ধিত অংশটি অপসারণ করতঃ ফুটপাথটি ছাত্র-ছাত্রী ও পথচারীদের চলাচলে উন্মুক্ত করা এবং নারায়ণগঞ্জের সার্বিক যানজট নিরসণের দাবীত শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় চুনকা পাঠাগার চত্বরে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মাস্তাকিম শিপলু’র সঞ্চালনায় এক মানবন্ধন কর্মসূচী পালিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, নাসিক এর নির্মীয়মান প্রশস্ত ও গভীর নতুন ড্রেনটি ডিআইটি মার্কেট থেকে উত্তর দিকে চুনকা পাঠাগার বাঁকা পথে এসে পাঠাগারের বারান্দার নীচে বিদ্যমান সরু ড্রেনের সাথে মিলিত করার চেষ্টা চালানো হচ্ছে। যা ভবিষ্যত প্রধান সড়কে জলজটের সৃষ্টি হব। এমতাবস্থায় চুনকা পাঠাগারের নীচতলার ফুটপাথের উপর নির্মিত বারান্দার অবৈধ অংশটি অপসারণ করতঃ নতুন ড্রেনটি প্রশস্ত, গভীর ও সমান্তরাল নির্মাণ করে পথচারী ও ছাত্র-ছাত্রী চলাচলে ফুটপাতটি উন্মুক্ত করার জোর দাবী জানান। পাশাপাশি চাষাড়া পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাক বাংলা অন্যত্র সরিয়ে নিয়ে “চাষাড়া-পঞ্চবটি” সড়কটি প্রশস্ত করার দাবী জানান।
প্রধান বক্তা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ বি সিদ্দিক তার বক্তব্যে বলেন, চুনকা পাঠাগারের সম্মুখে ফুটপাতের উপর নির্মিত পাঠাগারের বর্ধিত অংশটি অপসারণের জন্য নির্মাণকালীন সময় থেকেই সাবেক মেয়র মহোদয়ের নিকট পুনঃ পুনঃ সাক্ষাৎ করে ফুটপাতটি উন্মুক্ত করার দাবী জানালে সাবেক মেয়র নীতিগতভাবে সম্মত হয়ে অপসারণ করার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি। তিনি বিষয়টি উল্লেখ পূর্বক নাসিক প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। নাসিক কর্তপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি “আমরা নারায়ণগঞ্জবাসী”র এই কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করেন ও নাসিক প্রশাসককে দ্রুততার সহিত ফুটপাতটি উন্মুক্ত করার জোর দাবী জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আঃ কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সহ-সভাপতি হাজ্বী রমজান উল রশিদ, সহ সম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজ্বী নূর হোসেন মোল্লা, শফিকুল ইসলাম খান, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিঠু প্রমুখ।
মানববন্ধন উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী দেওয়ান, নূর আলম কাশেম, ওয়াহিদুজ্জামান, মোঃ রাজি উদ্দিন, এফ এম ইস্রাফিল, মোঃ মিলন চৌধুরী, এ কে আজাদ, আঃ হালিম বেপারী, মোঃ হারুনুর রশিদ, হাজ্বী মোঃ সিদ্দীক মিয়া, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ বদর উদ্দিন, টিটুল আহমদ, মোঃ ইয়াকুব আলী, মোঃ খলিল, মোঃ মিনার হোসেন, ফারুক, হাসনাত রিজন, হীরা, আলভি হাসান, জুয়ল, স্বপন, ফেরদৌস, ওয়াসিক আল আজাদ অপূর্ব, মোঃ খলিল প্রমুখ।

Related Articles

Back to top button