তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জ – ৪ আসনে যে দল জিতে সে দল রাষ্ট্র ক্ষমতায় আসে – মামুন মাহমুদ

খবর নারায়ণগঞ্জ.কম : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ বলেছেন, ৫ আগস্টের পরেও ওই আওয়ামীলীগের কিছু দোসর আমাদের মাঝে লুকিয়ে আছে। অনেকের নামে মামলা হচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পতিত স্বৈরাচারের দোসরদের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদের এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এই ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি স্কুল মাঠে আওয়ামীলীগ ও তার দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য ও হানাহানির প্রতিবাদে বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। যা আমাদের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ, দেশ গড়ার সনদ, বৈষম্য দূর করার সনদ। এই সনদে কৃষক, কামার, কুমার, ছাত্র, শ্রমিকের কথা বলা আছে। আর যেনো এই লুটপাট সন্ত্রাসী না হয়, সেজন্য আমাদের নেতা তারেক রহমান এই সনদ দিয়েছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এই নারায়ণগঞ্জ -৪ আসনকে ধানের শীষকে জয়ী করতে হবে। এই আসনটি সৌভাগ্যের আসন। এই আসনে যে দল জিতে সে দল রাষ্ট্র ক্ষমতায় আসে। আপনার পাশে এই আসনের জনগন রয়েছে। আপনার জন্য এ আসনের জনগন জীবন দিতেও প্রস্তুত। কারা আন্দোলন সংগ্রামে ছিল, আর কারা লুকিয়ে ছিল, কারা সক্রিয় আর চাঁদাবাজি লুটপাট করেছে তা তারেক রহমান জানেন। আমরা এই সমাবেশ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরা, আমাদের যারা বাড়ি থাকতে দেয়নি, মা বোনকে শান্তি দেয়নি তাদের বিচার এই মাটিতেই করতে হবে। আওয়ামী দোসররা এই বাংলার মানুষকে খুবলে খুবলে খেয়েছে। তারা সিভিল প্রশাসন, আইনের শাসন, বিচার বিভাগ, সংবিধানকে ধ্বংস করেছে। এইগুলো সংস্কার করতে হবে।
লুটপাটকারীরা ভালো হয়ে যান। সব তারেক রহমান জানেন। আপনারা ছাড় পাবেন না। আমরা চাই না আর কোন গডফাদারের জন্ম হোক, এই জেলায় সেভেন, ফাইভ মার্ডার হয়েছে। আমরা চাইনা আর কোন অপরাধ হোক, আর কোন গডফাদারের জন্ম হোক। বিএনপি মানে জনগনের সরকার। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করে, মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দব্য কিনতে পারে। সামাজিক সুরক্ষা থাকে, আইনের শাসন থাকে। নৃগোষ্টির মানুষও অধিকার পায়।

সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ৯ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্না আমিন ছাত্রদল নেতা মেহেদি হাসান ও ইমতিয়াজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Related Articles

Back to top button