তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রাইম গার্মেন্টসের শ্র‌মিক ছাইয়ের সমাধানে ত্রি-পা‌ক্ষিক বৈঠক

খবর নারায়ণগঞ্জ. কম:

ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইল স্পিনিং লিঃ প্রাইম কম্পোজিট মিলস লিঃ মিলাঞ্জ ইয়ার্ন মিলস লিঃ, প্রাইম ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লিঃ এর মালিক কর্তব্যরত অবস্থায় জোর পূর্বক অত্র কারখানা থেকে বিনা কারনে এবং বিনা নোটিশে ৫৭ জন শ্রমিককে বে-আইনি ভাবে বরখান্তকৃত শ্রমিকদেরকে কাজে পূর্ণবহাল এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্র‌মিক ও মা‌লিক প‌ক্ষের ‌ত্রি-পা‌ক্ষিক সমাধান বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহ‌রতলীর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শকের কার্যাল‌য়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এসময় বৈঠ‌কে পরবর্তী নি‌র্দে‌শ ও সমাধা‌নের সময় নেওয়া হয়।

প্রসঙ্গ: গত মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নগরীর চাষাড়া কেন্দ্রয়ি শহিদ মিনার প্রাঙ্গনে কর্তরত শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। সমাবেশ শেষে মিছিল সহকারে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এর বরাবর ১০দফা দাবি নিয়ে স্বারকলিপি প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাত‌ীয় শ্র‌মিকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কাউছার আহ‌মেদ পলাশ, ফতুল্লা থানা শ্র‌মিকলী‌গের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সহ-সভাপ‌তি র‌ফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুজা‌ম্মেল হো‌সেন, মা‌লিক পক্ষে এড‌মিন ম্যা‌নেজার মো:দা‌য়েম, আইন বিষক সম্পাদক এড.মাসুম এবং কারখানার শ্র‌মিকবৃন্দ।

Related Articles

Back to top button