তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি – ডিসি

খবর নারায়ণগঞ্জ.কম : শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা সমাজে বসবাস করি তাই যেকোন সময় দুর্ঘটনা ঘটতেই পারে। আর সে ঘটনা যাচাই বাছাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেবো, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সমাজের সবাই এখনো ফেরেশতা হয়নি। সুতরাং তাদের পাতা ফাঁদে যেনো আমরা পা না দেই। একজন চাচ্ছে যে, আপনারা রেগে যান। কোন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক। ঝামেলা সৃষ্টি করার লক্ষ্যে সে একটা ক্লু দিলো আর আমরা ঝাপিয়ে পরলাম, সেটা যাতে না হয়। আমরা চাই নারায়ণগঞ্জে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুন্দর ভাবে উৎসবটি পালন করা হোক।
তিনি বলেন, কেউ যেনো কোনভাবেই উস্কানিমুলক কিছু করতে না পারে। আর যদি করেই ফেলে তাহলে তৎক্ষনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন। আমরা সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এটা শুধু আমি চাইলেই হবে না, আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে। যেহেতু পূজার সময় এসএসসি পরীক্ষা থাকবে তাই সাউন্ড সিস্টেম শুধুমাত্র ধর্মীয় কাজ ছাড়া ব্যবহার না করলেই ভালো। নারায়ণগঞ্জ ছোট একটি শহর। এখানে ২২০টি পূজামন্ডপ রয়েছে। তাই দরকার না হলে অস্থায়ী মন্ডপ না করলেই ভালো হয়। এছাড়াও প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে এবং নিরাপত্তার স্বার্থে আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। আজকাল যা কিছুই ঘটুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচার করে একটি সমস্যা সৃষ্টি করা হয়। এজন্য আমাদেরকে সাবধান থাকা দরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার সাহা সহ বিভিন্ন থানা ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুলিশ-প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

Related Articles

Back to top button