তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রম অধিদপ্তরের কিছু কর্মকর্তা মালিকদের দালালি করছে – মন্তব্য শ্রমিকদের

খবর নারায়ণগঞ্জ.কম :
সদর উপজেলার ফতুল্লা থানাধিন দাপা এলাকার মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর শ্রমিকরা মজুরি বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রেখেছেন।
বুধবার (১ জুন) বেলা ১২টায় ৬দফা দাবী আদায়ের লক্ষে বিভাগীয় শ্রম অধিদপ্তর প্রাঙ্গনে তারা এ কর্মসূচী পালন করেন।
বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা জানান, দীর্ঘদিন যাবৎ আমরা ৬দফা দাবীতে আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু মালিক পক্ষ এখনো আমাদের দাবী মেনে না নিয়ে দ্বি-পক্ষিয় ভাবে সমাধান করার চেষ্টা করছে। আমরা তা মেনে নেইনি। যেহেতু শ্রম অধিদপ্তরে আমরা অভিযোগ করেছি। অতএব তৃ-পক্ষিয় বৈঠকের মাধ্যমে এখানেই আমাদের সমস্যার সমাধান করতে হবে। কিন্তু বিভাগীয় শ্রম অধিদপ্তরের কিছু কর্মকর্তা মালিক পক্ষের দালালী করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।
এবিষয়ে ফতুল্লা আঞ্চলিক শ্রম কর্মকর্তা সহকারী পরিচালক ইয়াসমিন আক্তারের সাথে যোগাযোগ করতে গেলে তাকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা প্রধান সহকারী আব্দুর রহিমের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা। আপনারা বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করুন।
শ্রমিকদের আন্দোলন সংগ্রামের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় পরিচালক খোরশেদুল হক ভূইয়া গণমাধ্যম কর্মীদের জানান, বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার মালিক পক্ষকে চিঠি প্রদান করেছি। কিন্তু তারা এখানে আসেনি। সর্বশেষ আজকে মালিক পক্ষের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করে আগামী ৮জুন তৃ-পক্ষিয় বৈঠকে বসে সমাধান করার সময় নিয়েছেন। আমরা আশাবাদী তৃ-পক্ষিয় বৈঠকে এ সমস্যার সমাধান হবে। আর যদি তৃ-পক্ষিয় বৈঠকে সিদ্ধান্ত না তাহলে যাদের জন্য এ সমস্যার সমাধান হবেনা তাদের বিরুদ্ধে ব্যর্থতার সার্টিফিকেট দেওয়া হবে।
শ্রমিকদের ৬ দফা দাবী গুলো হলো- ১। আমদানী-রপ্তানী, ফেনার ওয়াস ও প্যাকেটিং কাজের দর বৃদ্ধি করতে হবে। ২। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই ও হাজিরা কার্ড দিতে হবে। ৩। দুই ঈদে দুটি বোনাস প্রদান করতে হবে। ৪। প্যাকেটিং কাজে ময়লা বাছা ও পবিষ্কার বাবদ হাজিরা দিতে হবে। ৫। ফেনার ওয়াস শ্রমিকদের মেছ বা বাসা দিতে হবে। ৬। সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কর্ম ঘন্টার পরে কাজ করলে ওভার টাইম দিতে হবে।

Related Articles

Back to top button