তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিসম্পাদকের পছন্দ

নির্বাচনে অরাজকতা ঘটিয়ে বানচালের চেষ্টা চলছে – আইভী

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরও ষড়যন্ত্র চলছে। এ নিয়ে দাঙা-হাঙামার কথা হচ্ছে। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের সমর্থন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ৬ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগ তাকে সমর্থন জানিয়ে সভা করে।

আইভী বলেন, আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী খোঁজা হচ্ছে। অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। প্রার্থী দিয়ে নির্বাচনে অরাজকতা ঘটিয়ে বানচালের চেষ্টা করছে। আমি তাদের বলবো অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর (মুরাদ হাসান) অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।

তিনি আরও বলেন, নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ কাজটি করা মানে নেত্রীর জন্য করা। কিন্তু যারা এ সুযোগটি নিতে পারলেন না আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকবো।

সভায় আড়াইহাজারের ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সেখানকার সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সদস্য আনিসুর রহমান দিপু, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

Related Articles

Back to top button