তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যানজট নিরসনে ডিসি’র সাথে চেম্বার নেতৃবৃন্দের আলোচনা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ রক্ষায় জেলা প্রশাসকের সাথে চেম্বার নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ একটি যানজট মুক্ত জীবন উপভোগ করবে। যানজট নিরসনের লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এছাড়াও চাষাড়া গোল চত্বর ও আশপাশে কোন প্রকার অবৈধ স্ট্যান্ড থাকবেনা। যারা সড়কে শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে থাকবে তাদের কাজ হবে সড়কে কোন প্রকার যানজট সৃষ্টি না হতে দেয়া। যাতে করে মানুষ নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারে।
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বিকেএমইএ এর সাথে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মোঃ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহমেদুর রহমান তনু, বিকেএমইএ এর সহ-সভাপতি-মোরশেদ সারোয়ার সোহেল (অর্থ), পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মহোদয় সাথে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই সমস্যা সমাধানে অতিরিক্ত লোকবলের সহায়তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।

Related Articles

Back to top button