তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে ওই নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন।

রোববার ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি জাইদ্দার গাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েকটি খন্ড উদ্ধার করে পুলিশ ।

ঘটনাস্হল আসা কাচঁপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান ,রাতের কোন এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন।রাতে একের পর এক গাড়ী লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সাথে মরদেহটি পিষে গেছে।মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় সে একজন নারী ছিলো।

এবিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে মানব দেহের কয়েকটি টুকরা দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এবিষয়ে আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি ।

Related Articles

Back to top button