তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দুই সচিব আমার বিয়াই বানিজ্য ও শিল্প মন্ত্রনালয়ে ডুকতে আমার পাস লাগে না-রেজা রিপন

খবর নারায়ণগঞ্জ.কম: হোশিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তের সূচনা চাই” এই শ্লোগানকে সামে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে আলোচনা সভা করেছে স্বতন্ত্র হোশিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী এবং এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার ( ১৬জানুয়ারী) সকালে নগরীর হাবিব কমপ্লেক্স মার্কেট হোসিয়ারী দোকান মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আপনারা দেখেছেন বিগত সময়ে হুসিয়ারী মালিক সমিতির ব্যবসায়ীদের ব্যাবসা পরিচালনা করতে নানা ধরনের বাধার সন্মুখীন হতে হয়েছে। এখন সময় এসেছে ঘুরে দারাবার। ভোট আপনাদের পবিত্র আমানত, তাই আপনাদের পবিত্র আমানতটি দেখে শুনে বুঝে যোগ্য ব্যাক্তিকেই নির্নয় করে দিবেন। আমাদের পূর্ন প্যানেলকে নির্বাচিত করলে আপনাদের পাশে দাড়িয়ে আপনাদের সাথে নিয়ে হোশিয়ারী শ্রমিক ভাইদের।কল্যানে নিবেদিত প্রান হয়ে কাজ করবো। ১০ বছর নির্বাচন হয়নি, ভোটের অধিকার হরন করা হয়েছে। তারা তারা আবার নির্বাচন দারিয়েছে কোন মুখে ভোট চাইতে আসে আবার লজ্জা করে না। ছি ছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের হুশিয়ারী মালিকদের প্লট বরাদ্দ ছিল, ঐ প্যানেল বেইচা দিছে। কাঞ্চনে আমাদের প্লট আছে বিসিকের মতো তিন ডাবল জায়গা কিন্তু ঐ প্যানেল যদি সিলেকশন হয় তাহলে তারা ভূমিদস্যুদের সাথে মিলে ঐ জায়গা দখল করতে চেষ্টা করবে। আপনাদের দাবি দাওয়া নিয়ে ঐ প্যানেরের এমন কে আছে ডিসি এসপি সচিবের কাছে তুলে ধরবে। দুই সচিব আমার বিয়াই বানিজ্য ও শিল্প মন্ত্রনালয়ে ডুকতে আমার পাস লাগে না।

স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন, আল আমিন প্রধান প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

Related Articles

Back to top button