আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আড়াইহাজারে ২টি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে হামলা, ব্যালট বাক্স ভাংচুরের, ভোট কেন্দ্র বন্ধ
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের রামচন্দ্রাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে হামলা, ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫-৬ জন আহতর খবর পাওয়া গেছে।
এসময় ২টি কেন্দ্রের দায়িত্ব রত প্রি জাইডিং অফিসারদের মারধর ও লাঞ্ছিত করা হয়।
পরবর্তীতে কেন্দ্র ২টির বিতরের মাঠে আনুমানিক পাচশতাদিক বেলট পেপার পাওয়া যায়।
পরবর্তীতে রামচন্দ্রাদী সরকারি রামচন্দ্রদী ৬৪ ও ৬৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ টি কেন্দ্র বন্ধ করে দেন জেলা রিটা নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।