তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রীর উপহার নতুন বই হাতে পেলো পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

খবর নারায়ণগঞ্জ.কম :
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন বই হাতে পেলো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুলটির প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, শিক্ষক প্রতিনিধি গোলজার হোসেন, আবু ফারুক, রওশন আরা বেগম, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম সোহাগ, সাইফউদ্দিন সাহিন, আনোয়ার হোসেন আনু, আতিকুল ইসলাম খোকন, নুরনাহার, দাতা সদস্য রেজাউল করিম, কো-অপ্ট সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সদস্য এম.এ জাহের মোল্লা প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন বই তুলে দেন।
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা।
কনকনে শীতের মধ্যে নতুন বই পেতে সোমবার (১ জানুয়ারি) সকাল থেকেই  স্কুলে জড়ো হয়েছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুলের আঙ্গিনা মুখরিত হয়ে বই উৎসব হয়ে ওঠে প্রাণের উৎসবে।
নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও।
অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দ, উচ্ছাসে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button