তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমিক নেতা পলাশকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী মিছিল করলেন শেখ সাবের আহমেদ চেয়ারম্যান
খবর নারায়ণগঞ্জ. কম: বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাউসার আহমাদ পলাশের ট্রাক প্রতিকে পূর্ণ সমর্থন জানিয়ে পাগলা বাজার এলাকায় বিশাল নির্বাচনী মিছিল করেছেন ঝালকাঠি ৬ নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাবের আহমেদ।
শনিবার দুপুরে তিনি এ নির্বাচনী মিছিল করেন। মিছিলটি পাগলা বাজার থেকে শুরু হয়ে মুন্সিখোলায় গিয়ে সমাপ্ত হয়।
মিছিল শেষে বরিশালের যেসকল ভোটার নারায়ণগঞ্জে বসবাস করে তাদের উদ্দেশ্যে শেখ সাবের আহমেদ চেয়ারম্যান বলেন, কাউসার আহমাদ পলাশ ভাই একজন প্রতিষ্ঠিত শ্রমিক নেতা, যিনি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কখনোই মনে করেনি, কে কোন ধর্মের,কে কোন জেলার, যার কাছে সবাই এক এবং অভিন্ন।আমি দেখেছি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সে কখনো কারো সঙ্গে আপোষ করেননি,শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরেছেন। সংগঠনকে গতিশীল এবং ট্রাক চালক শ্রমিকদের ভাগ্যোন্নয়ন করতে হলে শ্রমিক নেতা পলাশের কোন বিকল্প নেই। আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নকে বাচাতে হলে শ্রমিক নেতা পলাশের মতো যোগ্য নেতাকেই আমাদের বেছে নিতে হবে।আমি আমার জেলা বরিশালবাসীর পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমার বরিশাল জেলার যেসকল ভাই ব্রাদাররা নারায়ণগঞ্জে বসবাস করেন এবং যারা আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের ভোটার রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শ্রমিক বান্ধব নেতা কাউসার আহমাদ পলাশ ভাইকে ট্রাক প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, মৎস্যজীবি লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ মোঃ হাফিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।