খেলাধুলাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গোগনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দপুর পশ্চিম গোগনগর ইউনিয়ন এর উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
গোগনগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আহম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গোগনগর ও আলীরটেক অবহেলিত এলাকা। তারা সবসময় এ দুটি এলাকা ব্যবহার করেছে। ২০০১ সালের আগে গোগনগর ফতুল্লার সাথে ছিলো, পরবর্তীতে শহরের সাথে যোগ করা হয় কারন ব্যবহারের জন্য। গোগনগরের মানুষ অত্যন্ত সহজ-সরল, তারা সবসময় সমাজকে একত্রিত রাখতে চেয়েছে। আর এ সরলতাকে ব্যবহার করেছে তৎকালীন তিনবারের অবৈধ এমপি শামীম ওসমান। ঐসময় আমি এ বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমি জানি অনেকে পিছন থেকে কাজ করেছে কিন্তু সামনে থেকে সৎ সাহস নিয়ে আমি কাজ করেছি৷ কারন গোগনগর আর আলিরটেকের মানুষকে যেন আর ব্যবহার করতে না পারে।
তিনি আরও বলেন, আমরা স্বার্থের জন্য কাজ করিনা। স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলায় আমাকে গুমের শিকার হতে হয়েছে। যারা অত্র এলাকায় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা বিগত ১৭ বছর যেভাবে ছিলো এখনো সেভাবেই আছে। উন্নয়ন করতে কি লাগে ?  শামীম ওসমান জলাবদ্ধতার কথা বলে ১৩’শ কোটি টাকা নিয়েছে। সিঙ্গাপুর বানানোর কথা বলে ৬ হাজার কোটি টাকা পাচার করেছে। যদি সে মন থেকে উন্নয়ন করতে চাইতো তাহলে মন্ত্রনালয় থেকে ১০০ কোটি টাকা নিয়ে খরচ করলে ফতুল্লা সিঙ্গাপুরের মতই হতো। সাড়ে ৯ লক্ষ টাকা খরচ করে আমি ঐ এলাকার জলাবদ্ধতা নিরসন করেছি, এখন আর পানি নেই। তিনি নারায়ণগঞ্জের সন্তান না, তা বাড়ি হচ্ছে কুমিল্লা যার জন্য নারায়ণগঞ্জের প্রতি তার কোন মায়া ছিলোনা। যদি নারায়ণগঞ্জের জন্য মায়া থাকে তাহলে সেটা আমাদের থাকবে কারন আমরা নারায়ণগঞ্জের সন্তান। গোগনগর বাসীকে বলবো আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আসবো। ফতুল্লার জন্য যেভাবে কাজ করি সেভাবে আপনাদের জন্যও করবো।
উক্ত প্রীতি ম্যাচে ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ছাত্রদল ৩ গোল করে এবং যুবদল ৫ গোল দিয়ে জয়লাভ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, জাসাস এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাসুম, যুবদল নেতা ইবনে আল কাউসার, জুয়েল শিকদার, বিএনপি নেতা আফজাল হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button