হোসিয়ারী নির্বাচনে রেজা রিপন প্যানেলের ব্যাপক প্রচারনা

খবর নারায়ণগঞ্জ.কম : “হোশিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তের সূচনা চাই” এই শ্লোগানকে সামে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন স্বতন্ত্র হোশিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী এবং এসোসিয়েট গ্রুপের পরিচারক পদপ্রার্থীরা।
বুধবার ( ১৫ জানুয়ারী) সকালে নগরীর নয়ামাটি এলাকার মার্কেট সহ বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে ভোট চাইতে বেড়িয়ে পরেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন প্যানেল এর সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও এসোসিয়েট গ্রুপের পরিচারক পদপ্রার্থীগণ।
ফতেহ মোহাম্মদ রেজা রিপন প্যানেল এর।পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বক্তব্য বলা হয়, আপনারা দেখেছেন বিগত সময়ে হুসিয়ারী মালিক সমিতির ব্যবসায়ীদের ব্যাবসা পরিচালনা করতে নানা ধরনের বাধার সন্মুখীন হতে হয়েছে। এখন সময় এসেছে ঘুরে দারাবার। ভোট আপনাদের পবিত্র আমানত, তাই আপনাদের পবিত্র আমানতটি দেখে শুনে বুঝে যোগ্য ব্যাক্তিকেই নির্নয় করে দিবেন। আমাদের পূর্ন প্যানেলকে নির্বাচিত করলে আপনাদের পাশে দাড়িয়ে আপনাদের সাথে নিয়ে হোশিয়ারী শ্রমিক ভাইদের।কল্যানে নিবেদিত প্রান হয়ে কাজ করবো। আপনাদের দোয় ও ভালবাসা আমাদের একমাত্র কামনা। আমরা আশা প্রকাশ করছি আগামী নির্বাচন হবে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন।
স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন, আল আমিন প্রধান প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।