নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কমিটি ঘোষণা
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মাওলানা আবদুল জব্বারকে আমির ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সেক্রেটারি করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মাওলানা আব্দুল কাইয়ুমকে নায়েবে আমির, মাওলানা জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনকে সহকারী সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। সেই সঙ্গে নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শুরার সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ মহানগরীর সব জনশক্তিকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলে এ ময়দানকে ইসলামের আলোকে গঠনের আন্দোলনে জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্টদের সকল উসকানিমূলক আচরণকে ধৈর্য্যরে সঙ্গে মোকাবিলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।