তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নারায়ণগঞ্জে বিসিকে ২১ দফা দাবীতে এনআর নিট মিলস্ লিঃ এর শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এন আর নিট মিলস্ লিঃ এর শ্রমিকরা ২১ দফা দাবীতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি করে রাজপথ দখল করে রাখে ফলে সড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা কর্মস্থলে ফিরে যায়।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল এলাকায় এ শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটে।
এন আর নিট মিলস্ শ্রমিক, কর্মচারীদের অসন্তোষের শান্তি পূর্ণ সমাধানে শ্রমিকদের দাবী বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ এর বলিষ্ঠ ভূমিকায় প্রশংসা করেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।
এ সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সভাপতি মোঃ হাতেম, শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি মোঃ নুরুজ্জামান, শ্রমিক নেত্রী জেসমিন আক্তার প্রমুখ।