তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশকে অস্থিতিশীল করতে চাইলে পিঠের চামড়া থাকবে না – মাওলানা ফেরদাউস

খবর নারায়ণগঞ্জ.কম :
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ফ্যাসিস্ট (আওয়ামী লীগ) সরকার বিদায় হবার পর থেকে কখনো কখনো ‘তুমি কে আমি কে আনসার ‘এখন আর ছাত্রলীগ দেখা যায় না,। এই রাষ্ট্র তাদের নিষিদ্ধ করেছে তাদের কর্মকান্ডের  কারণে। ছাত্রাবাসে অস্ত্র থাকার কথা না।
এ ফ্যাসিস্ট সরকারের লালিত গুন্ডা বাহিনী রাষ্ট্রকে ধ্বংসকারী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রমাণ করেছে। গত ১৫ বছর কত মায়ের বুক খালি করেছে। ইসকনের কাঁধে ভর করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তোমরা বাঙালি মানুষের চিন্তাভাবনা জানো না। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আবার দেশকে অস্থিতিশীল করতে চাইলে পিঠের চামড়া থাকবো না।
বুধবার ( ২৭ নভেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্নে দেশ বিরোধী ষড়যন্ত্র দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির অপচেষ্টা ও এড সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আয়োজনে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের ল্যাং মেড়ে মাঠে নামাতে চাচ্ছে দেশে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের বোকা ভাবলে চলবো না। রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আমরাই সংস্কার করে আমরাই কাঠামো তৈরি করে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে দেখাবো। তোমারা ১৫/১৭ বছর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছো। রাষ্ট্রকে পুনরুদ্ধার করে পরিচালনা করে দেখিয়ে দিবো।
হেফাজতে ইসালাম বাংলাদেশ মহানগর সভাপতি মুফতী হারুন উর রশিদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি তৈয়ব আল হোসাইনী, মহানগর সহ- সভাপতি মাওলানা কামালউদ্দিন দায়েমী, সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, হেফাজতে ইসালাম বাংলাদেশ মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মুফতী আলাউদ্দিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক আব্বাস, মুফতী মুনছুর আহম্মেদ, রুপগঞ্জ থানার নেতা আবু ইউসুফ, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

Related Articles

Back to top button