চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ ফাইনালে চ্যাম্পিয়ন বন্ধন কোচিং
খবর নারায়ণগঞ্জ.কম :
চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান।
এসময় তিনি বলেন, আজকে যে যাত্রা শুরু হলো হয়তো আগামীতে এসব খেলোয়াড়দের আমরা বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেখবো। আমাদের ইচ্ছে অনেক, সামর্থ্য কম কিন্তু আমি মনে করি যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কেউ আমাদের আটকে রাখতে পারবেনা। যদি আমাদের সুযোগ হয় তাহলে আরও বেশী টুর্নামেন্টের আয়োজন করবো। এটা আমাদের সকলের মিলিত কাজ। সকলেই যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করে তাহলেই সম্ভব। এটা আমাদের সকলকে মিলিতভাবে করতে হবে। আমাদের নারায়ণগঞ্জকে আমরাই আগে বাড়িয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এভাবে যদি চালিয়ে যেতে পারি তাহলে পূর্বে একসময় যখন ঢাকাকে নারায়ণগঞ্জ শাসন করতো সেটা পূণরায় করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। এজন্য আমি সকলে সহযোগিতা করার আহ্বান জানাই।
ফাইনাল খেলায় বন্ধন কোচিং সেন্টার ৩-০ গোলে বঙ্গবীর সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমিলি, স্বপন আহমেদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ফারহানা আক্তার মুনা, বাংলাদেশ মহিলা দলের ক্যাপ্টেন সামিরা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।