তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ শাখার শাইখুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার শাইখুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩রা নভেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ আলী আহম্মেদ চুনকা মিলনায়তনে এ শাইখুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
কনফারেন্সে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হেফাজত ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাশেমী বলেন, আমরা বলে থাকি আমরা দেওবন্দি। দেওবন্দি শুধুমাত্র একটি লেখাপড়া করার প্রতিষ্ঠানের নাম নয়। দেওবন্দি লেখাপড়ায় যে চর্চাকরায়, আমি সেই চর্চা করি। দেওবন্দি যে পরী মুরিদের আমিও সেই চর্চা করি। দেওবন্দ ডে দাওয়াতে তবলীগের কাজ করে, সেই দাওয়াতে তবলীগের কাজ আমি করি, বিশ্বাস করি, ভালোবাসি এবং কর্মের মধ্যে তা ধারণ করি। দেওবন্দ যে রাজনীতির প্রচলন করেছে সেই রাজনীতি আমার হৃদয়ে সব সময় ঈমানের ধারা হিসেবে আমি ধারণ করি, সেই রাজনীতির একজন কর্মী হিসেবে নিজের মধ্যে ধারণ করি।
তিনি আরও বলেন, সার্বিক ইসলামের কাজ জমিয়তে ওলামায়ে ইসলাম করে যাচ্ছে। আমি জমিয়ত এই জন্য করি যেখানে শারিফুল ইসলাম মাদানি (র), মুফতি আজম ওবায়দুল্লাহ সাহেব করে বলে আমি জমিয়ত করি। জমিয়ত মাটি ও মানুষের কথা বলে। সাধারণ মানুষ ও জনগণের হকের কথা বলে। নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত মানুষ, তারা নিজেরা বলতে পারে না। কারণ তারা বঞ্চিত। নারায়ণগঞ্জের যে শিল্প কলকারখানা আছে, শুধু এই নারায়ণগঞ্জের ট্যাক্স দিয়ে নারায়ণগঞ্জকে সিঙ্গাপুর বানানো যায়। কিন্তু আমাদের এখানে ৫মিনিটের রাস্তা আসতে ২৫ মিনিট সময় লাগে। এই অধিকার বঞ্চিত মানুষের অধিকার বুঝিয়ে দেয়ার জন্য আমি জমিয়তে ইসলাম করি। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমিই একমাত্র মুখ নই। নারায়ণগঞ্জে অনেক প্রতিভাবান নেতৃত্ব আছে। তাদের যে কোন জায়গায় দাড় করালে আমাদের বন্ধু সংগঠনগুলোর সহযোগীতা নিবো, তাদের সহযোগীতা দিবো। এই দেশটাকে ইনশাআল্লাহ ইসলামী দেশ বানিয়ে ছাড়বো।
জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, যারা আমাদের নামে কথা বলেন সাবধানে কথা বলবেন। ২০১৩ সালের রক্ত দেয়া পিউর খেলোয়ার আমরা। তোমরা যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়ার তাদের সাথে আগামী দিনে খেলা হবে। ৫ তারিখে সোহরাওয়ার্দীতে খেলা হবে। নারায়ণগঞ্জ থেকে ১ লাখ লোক আমরা সোহরাওয়ার্দীতে উপস্থিত হবো।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধান আলোচক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, প্রধান আকর্ষন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম শাইখুল হাদীস আল্লামা আবু তাহের জিহাদী, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি নূর হোসাইন নূরানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাইখুল হাদীস আল্লামা বশির আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসাইন কাসেমী, কাশীপুর মাদ্রাসার মুহতামিম আব্দুস সবুর, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি এহতেশামুল হক উজানী, মাওলানা তৈয়্যব আল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মাওলানা মুফতি জাবের কাসেমী, মাওলানা মাঈনুদ্দিন, মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাওলানা মীর আহমাদুল্লাহ।

Related Articles

Back to top button