তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে হলে বাজার নিয়ন্ত্রণ জরুরি – সুলতান মাহমুদ

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি বলেছেন, সাধারণ ও মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে না পারলে গণঅভ্যুত্থান কোন কাজে আসবে না। সিন্ডিকেট ভাঙতে না পারা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারায় সাধারণ মানুষ অনেক কষ্টে রয়েছে। বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।
আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর অধীন ৮নং ওয়ার্ড উদ্যোগে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম। ৮নং ওয়ার্ড শাখা সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি মুহা. বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সুলতান মাহমুদ আরও বলেন, জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। তারা আদর্শিক ও গুণগত পরিবর্তন চায়। এ জন্য জাতীয় সরকারের বিকল্প নেই। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হলে সংখ্যানুপাতিক জনপ্রতিনিধিত্বশীল বা পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এককভাবে নির্বাচিত সরকার জালিম ও ফ্যাসিস্ট হয়। জাতীয় সরকার হলে ফ্যাসিস্ট হতে পারে না।
মাও. শামসুল আলম বলেন, একটি মহল গার্মেন্টস পোশাক শ্রমিক আন্দোলনের নামে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর গাড়িতে আগুন দিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি অবতারণা করেছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম হতে পারে কিন্তু সেটা ধ্বংসাত্মক কর্মকান্ড অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করার মত কোন কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। যে বা যারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Related Articles

Back to top button