তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চলমান পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

খবর নারায়ণগঞ্জ.কম :

১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বিভিন্ন স্থানে মাজার ভাংচুর, তীব্র যানযট সহ সমসাময়িক বিষয়ে আলোচনা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মাজার ভাংচুরের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তবে বেশিরভাগ মাজারে অসামাজিক কার্যকলাপ, মাদক ও গাঁজার প্রকাশ্য সেবন, গান-বাজনার আসর, শিরকী কার্যকলাপ হয় সেটা ইসলামী শরিয়াহ সমর্থন করে না এবং কোন ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারে না। তবে ইসলাম শান্তি ও শৃঙ্খলায় বিশ্বাসী। আইন হাতে নেয়া উচিত নয়। মাজারে সংঘটিত অনৈতিক কাজের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করাই সমীচীন। তবে আমাদের বিশ্বাস, বিগত দিনে যে কুচক্রী মহল দেশের অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য অশান্ত পরিবেশ সৃষ্টি করেছিল তাদের সহযোগীরাও এমন ঘটনা ঘটাতে পারে । সে বিষয়ে তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি। আমরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিশৃঙ্খলা চাই না।

সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর বক্তব্য প্রায় একই ছিল। যানযটের নিরসনে প্রশাসনের সাথে আমরা সহযোগিতার আশ্বাস দিচ্ছি। তাছাড়াও সামনে দুর্গা পুজার সময় যাতে কোন দুষ্কৃতিকারী অরাজকতা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

Related Articles

Back to top button