খেলাধুলাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন ফুটবল একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ সেস্টেম্বর) বিকেলে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে নীট কনসার্ন ফুটবল একাডেমির কর্নধার ও নীট কনসার্ন গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা এ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন করেন।

এ সময় জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, আমি কোন রাজনীতি করিনা। যে দল ক্ষমতায় আসে আমি সে দলের, কারন আমি একজন ক্রীড়া সংগঠক। আমি খেলাধুলা নিয়ে থাকি। আমি যে কোন খেলায় স্পনসার করে থাকি। এতো দিন নীট কনসার্ন ক্রিকেট খেলার একটি দল ছিল এখন থেকে ফুটবল সঙ্গে যোগ হলো।

খেলাধুলা করলে সমাজ থেকে মাদক মুক্ত করা যাবে বলে আমি মনে করি। যে কোন খেলাধুলার আয়োজন করতে যদি আমাকে প্রয়োজন হয় আমি সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। দোয়া করবেন সব সময় যেন খেলাধুলার পাশে থাকতে পারি।

Related Articles

Back to top button