খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে মহানগর বিএনপির দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা সহ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলেক্ষ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মোঃ আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (১৭ আগষ্ট) বাদ আছর দেওভোগ বড় জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।মিলাদ ও দোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু কামনা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফকরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক আর আহমেদ মনির, হাজী শাহিন, সুজন মাহমুদ, মনির হোসেন, শহিদ হাসান খান, বন্দর থানা যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাফি, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা আবেদুল্লাহ সরদার, তোফাজ্জল হোসেন, বরকত উল্লাহ জনি, মিশর, আজিজুল হক, হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন দেওয়ান, হাজী শাহিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।