বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ইরফানের উদ্যোগে দোয়া মাহফিল
খবর নারায়ণগঞ্জ.কম :
স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ ও ইকরা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ইরফান ভূঁইয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল কোম্পানি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় তারা জানান, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে সর্বপ্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই থেকে শুরু হয় মৃত্যুর মিছিল। প্রাণ দিতে হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধ। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক শতাধিক, বাদ যায়নি শিশুরাও।
এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, হাজ্বী উকিল উদ্দিন ভূঁইয়া, হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া, শেখ দেলোয়ার হোসেন, মোঃ তওহিদ ভূঁইয়া, মোঃ সিফাত হোসেন, মোঃ মেজবাহ ভূঁইয়া, মোঃ সাকিব, মোঃ ফয়সাল ভূঁইয়া, মোঃ শিমুল প্রধান, মোঃ ইমন ভূঁইয়া, মোঃ গনি, মোঃ নাইমুল হাসান, মোঃ শাওন, মোঃ হেলাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, পদ্মা অয়েল কোম্পানি জামে মসজিদের মুফতি শরিফুল ইসলাম।