তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

বেশি দামে সবজি-মুরগি বিক্রি, জরিমানা গুনলেন চার ব্যবসায়ী

 সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় একটি সবজি দোকানি ও তিনটি মুরগি দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় খাজা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, ক্যাব সদস্য আবু সাঈদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে চারটি দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও এসময় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

Related Articles

Back to top button