খেলাধুলাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ক্রীড়াব্যক্তিত্ব ক.ইউ আকসির এর ইন্তেকালে জেলা ক্রীড়া সংস্থার শোক

স্পার্টস রিপার্টার : গতকাল(বুধবার) বাংলাদেশের ক্রীড়াঙ্গণর বরণ্য ব্যক্তিত্ব জলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি,ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবক সাধারণ সম্পাদক,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য,বাংলাদশ ক্রিকট বোর্ডের সাবেক পরিচালক এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ক.ইউ. আকসির বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বরণ্য এ ক্রীড়া ব্যাক্তিত্বর আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।