আন্তর্জাতিকধর্ম ও শিক্ষাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সৌদি আরবের তীব্র গরমের ৯২২ জন হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গত কয়েকদিনের ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে কমপক্ষে ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মক্কার আল মুয়াইসেম হাসপাতাল মর্গের পরিসংখ্যান অনুসারে, তীব্র গরমের কারণে এই বছর হজযাত্রার সময় মৃত্যু হয়েছে কমপক্ষে নয় শ’ জনের।
এখন পর্যন্ত একাধিক দেশের প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর সংখ্যা ৯২২ জনে পৌঁছেছে।

মৃত হজযাত্রীদের বেশিভাগ মিসরের নাগরিক। মক্কার প্রশাসনসূত্রে জানা গেছে, হজের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয় শ’ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে।

একজন কূটনীতিক বলেন, ‘তাদের (মিসরীয়) সকলেই তাপের কারণে মারা গেছেন।’

সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদের ছায়ায় তাপমাত্রা ৫১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।

জার্নাল অফ ট্রাভেল অ্যান্ড মেডিসিনের ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, বৈশ্বিক তাপমাত্রা ক্রমবর্ধমান তাপ মোকাবেলার কৌশলগুলোকে ছাড়িয়ে যেতে পারে।

সূত্র : দ্য নেশন ও রয়টার্স

Related Articles

Back to top button