বিভাগীয় পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ দলকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার বালক বালিকা চ্যাম্পিয়ন দলকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১৩ই জুন রাতে নারায়ণগঞ্জ জেলায় প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয় চ্যাম্পিয়ন দলকে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এ সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃসাকিব আল রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামশিদ ইরাম খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বালক ও বালিকা চ্যাম্পিয়ন দল।
এসময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার বালক ও বালিকা উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে জেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার তুলে দেওয়া হয়।