তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
কুতুবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন
ফতুল্লা প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনার সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
৬ই জুন রোজ বৃহস্পতিবার বাদ জোহর মধ্য রসুলপুর এলাকায় কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র বিপ্লবী সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মাযহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতবর।
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ আরো অনেকেই। দোয়া ও মিলাদ মাহফিলের পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতব্বর।
এ সময় তার বক্তব্যে তিনি বলেন এই সরকারের অধীনে মানুষ আর শান্তিতে নেই, যেভাবে তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম বাড়ছে মানুষের জনজীবন একেবারেই তছনছ হয়ে যাচ্ছে। আমরা চাই এমন সরকার আসুক যেই সরকারের কাছে মানুষের জবাবদিহিতা থাকবে।
মানুষ সরকারের কাছে তাদের সুখ দুঃখ জানাতে পারবে তাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি আরো বলেন আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তারুণ্যের অহংকার তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় আমরা সকলেই দোয়া করব।
দোয়া ও আলোচনা সভা শেষে রান্না করা তবারক সকলের মাঝে বিতরণ করা হয়।