শ্রীবরদীতে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
শ্রীবরদীতে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিশে রপুরের শ্রীবরদী পৌরসভায় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। রবিবার দুপুরে শ্রীবরদী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় আশরাফ হোসেন খোকার বাড়ী হইতে দহেরপাড় মেইন রোড পর্যন্ত ০.৯৪২ কিলোমিটার ও দক্ষিণ মুন্সিপাড়া হাজীবাড়ী হইতে আফজাল হাজীর বাড়ী পর্যন্ত ০.২৭০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, পৌরসভার প্রকৌশলী ননী গোপাল সরকার, খড়িয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুজন রেজ, আওয়ামী লীগ নেতা শাহীন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাস্তার নির্মাণ ব্যয় ১ কোটি ১৫ লক্ষ টাকা।