আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শাহাজালালের আড়াইহাজার উপজেলা নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের এক ঘন্টা পূর্বে আড়াইহাজার উপজেলার দোয়াত কলম প্রতী কের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজালালের ভোট বর্জন।

২১ মে মঙ্গলবার বিকেল ৩টায় শাহাজালাল মিয়ার নিজস্ব বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নিয়ন্ত্রণে নির্বাচন হচ্ছে অভিযোগ তুলে ভোট বর্জন করেন তিনি। এবং পুনরায় নির্বাচনের দাবী করেন।

এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে শাহাজালাল মিয়া বলেন,আমি ১৩৯টি কেন্দ্রের প্রতিটিতে এজেন্ট দিই। সংসদ সদস্যের লোকজন প্রতিনিয়ত তাঁদের হুমকি দিয়ে আসছিল। গত রাত থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্টও তাঁদের স্বজনদের তুলে এনে হুমকি দেওয়া হয়। কয়েকজন এজেন্ট পালিয়ে থেকে সকালে কেন্দ্রে যেতে চাইলে তাঁদের তুলে নিয়ে মারধর করে বেঁধে রাখা হয়। পরে একজন ম্যাজিস্ট্রেট গিয়ে এজেন্টদের উদ্ধার করেন এবং অভিযুক্ত একজনকে দুই বছরের কারাদণ্ডও দেন সে যুবলীগের কর্মীকে।

নির্বাচন বর্জন কথা বলে তিনি বলেন,সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ৩ থেকে ৪ শতাংশ ভোট পড়ে। দুপুর ১২টার পর ঘোড়া ও আনারস প্রতীকের কর্মীরা যৌথভাবে কেন্দ্র দখল করে নেন। তারা জাল ভোট দেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিদা মোশাররফ একজনের পক্ষে জোর করে সিল মেরেছেন। জাহানারা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের খাবার দিয়েছেন ঘোড়া প্রতীকের এ জেন্টরা। সেটা আপনাদের সংবাদ মাধ্যমে আমি জানতে পেরেছি এবং তার প্রমাণ আপনাদের কাছেই আছে। এই থেকে প্রমাণ হয়, ওই কর্মকর্তাদেরসঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন যোগসাজশ করে কেন্দ্র দখল করেন। আর তারা জাল ভোট প্রয়োগ করছে।সুষ্ঠু কোন। নির্বাচন হচ্ছে না সংসদ সদস্য বাবুর নিয়ন্ত্রণে থাকায়।তাই আমি এই ভোট মানি না কারন ভোট স্বচ্ছ হচ্ছে না।পুনরায় আমি নির্বাচন চাচ্ছি আর তাই এই নির্বাচন বর্জন করছি।

Related Articles

Back to top button