খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট নীট রেডিক্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে পাইকপাড়া

প্রেসবিজ্ঞপ্তি: দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে ৯১ রানের ব্যবধানে নীট রেডিক্স ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে পাইকপাড়া ক্রিকেট একাডেমী। বৃহস্পতিবার (৯ মে) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে নীট রেডিক্স ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় পাইকপাড়া ক্রিকেট একাডেমী। নির্ধারিত ৪০ ওভারে পাইকপাড়া ২০১ রান তোলে ৮ উইকেটে। পাইকপাড়ার মেহেদী হাসান ফিরেন ৫২ রানে।,অধিনায়ক সৈকত আউট হন ৪৩ রানে। সজিব ফিরেন ৩২ রানে। ফরিদ করেন ২৫ রান। দিপ্ত অপরাজিত থাকেন ১৯ রানে। পাইকপাড়ার তুষার ও ইয়াদ ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নীট রেডিক্স। উইকেট কিপার মিনাল ২৫ রানে ফিরেন। দূর্ভাগ্যভাবে ১৬ রানে আউট হন শফি। অভ্র নীল ১ তে আউট হন। তুষার করেন ১৯ রান। শাওন ফিরেন ১১ রানে। পাইকপাড়ার সুদাদ ৪টি এবং মেহেদী হাসান ৩টি করে উইকেট পান।

পাইকপাড়া ক্রিকেট একাডেমী : ২০১/৮(৪০ওভার) মেহেদী হাসান-৫২ সৈকত-৪৩,সজিব-৩২,ফরিদ-২৫,দিপ্ত-১৯। অতিরিক্ত-১৬। তুষার-২/৪১,ইয়াদ-২/৪৮।

নীট রেডিক্স ক্রিকেট একাডেমী : ১১০/১০(২১.২ ওভার) মিনাল-২৫,তুষার-১৯,শফি-১৬,অভ্র নীল-১৫,শাওন-১১। অতিরিক্ত-১৩। সুদাদ-৪/১৬,মেহেদী হাসান-৩/৮।
পরবর্তী খেলা(রবিবার): এম.এম.এস ক্রিকেট একাডেমী ও জেএমজেড ক্রিকেট একাডেমী, সকাল-৯টা।

Related Articles

Back to top button