আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু সুস্ময় (১৭)। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হক ফজলুল হকের ছেলে ও সদাসদী এলাকার বাসিন্দা। সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্থানীয়রা জানান, সোমবার স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে সে বাড়ি ফিরছিল। পথে স্কুল থেকে কিছুটা দূরে দাইরাদী এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিসান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে।

Related Articles

Back to top button