আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত
আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক-হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেটি ভেঙে ট্রাক তাদের ওপরে পড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।