অর্থনীতিতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

আমিজ টাওয়ারে যমুনা এক্সক্লুসিভ ইব্রাহিম ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস শোরুম উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলখানার বিপরীত পার্শ্বে আমিজ টাওয়ারে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিলার শোরুম ইব্রাহিম ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শোরুম উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোরুমের স্বত্ত্বাধিকারী ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এর হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজি মোস্তফা কামাল মজুমদার, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস এর হেড অব ডিরেক্টর কামাল হোসেন, রিটায়ার্ড এ.এস.পি আজিজুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা রেফ্রিজারেশন মালিক সমিতির সভাপতি মীর নাজমুল হাসান, বাংলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শরিফুল ইসলাম সেতু প্রমুখ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে যমুনা সব সময় পণ্যের মান এবং নতুন নতুন অফার নিয়ে কাজ করে যাচ্ছে। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ সদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থায় ধন্য যমুনা ইলেকট্রনিক্সের সকল পণ্য। যমুনার সাথে ব্যাবসায়ী অংশীদারিত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়ী মহলে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে আমরা আছি সবার পাশে।
এছাড়া তিনি ব্যবসা পরিচালনার নানা দিকনির্দেশনা এবং পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। যমুনা ইলেকট্রনিক্স উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাবে এ শোরুমে।

Related Articles

Back to top button