তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

হাজীগঞ্জে অয়ন ওসমানের জন্ম দিন ও শা‌ন্তি শোভাযাত্রা অনু‌ষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের তনয় যুব‌নেতা ইমতিনান ওসমান অয়নের (অয়ন ওসমান) ৩৫তম জন্মদিন উপল‌ক্ষে কেককাটা অনু‌ষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রা‌তে ফতুল্লা ইউনিয়‌নের ৮নং ওয়ার্ড হা‌জীগ‌ঞ্জে কেক কেটে ও আতশবা‌জি ফু‌টি‌য়ে নাচে গানে এ জন্মদিন পালন করা হয়।

এরপর বিএন‌পি জামাতের নৈরা‌জ্যের প্র‌তিবা‌দে শা‌ন্তি শোভাযাত্রা অনু‌ষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ফতুল্লার ৮নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে। ফতুল্লার ৮নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি কাজী সাগর ও ৮নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সা‌রোয়ার হো‌সেন ভূইয়া সালামের নেতৃ‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

কেককাটা অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইশ‌তিয়াক ইসলাম না‌হিদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি আলহাজ্ব জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, ছাত্রলীগ নেতা কাজী মে‌হেদী হাসান আশ‌ফিক, কাজী আযান, ‌হি‌মেল, র‌নি, যুবলীগ নেতা হৃদয়, অয়ন, ফয়সাল, রা‌কিব অনিক, আওয়ামীলীগ নেতা আলী, যুবলীগ নেতা কাজী সাঈদ, কাজী সৈকত সহ এলাকার গন্যমান্য ব্যা‌ক্তিবর্গ।

Related Articles

Back to top button