Friday, December 8, 2023
Homeতাজা খবরআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মেলবন্ধন উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মেলবন্ধন উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার: এগিয়ে গেলে নারী, এগিয়ে যাবে দেশ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন করেছে মানব কল্যাণ পরিষদ।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক কার্যালয়ে ১৮ নভেম্বর শনিবার বিকেলে মেলবন্ধন উৎসবে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথির বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুমনস এ্যারোমার পরিচালক বিউটি এক্সপার্ট সেলিম হোসেন সুমন, বিজ্ঞ আইনজীবী এডভোকেট মনির হোসেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার ও বিউটি এক্সপার্ট সুমাইয়া ইসলাম সুমি।
আনন্দ বিনোদনে মেলবন্ধন উৎসবে নারী উদ্যোক্তা বুবলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফুড প্রসেসিং প্রশিক্ষণের প্রশিক্ষক নাবিলা সুলতানা, নারী উদ্যোক্তা ইফতে সাম, সাদিয়া আফরিন তমা, বিউটিশিয়ান পপি সুলতানা সহ অন্যান্য।
এসময় অগ্রগামী নারীরা গান, কবিতা আবৃত্তি ও জীবনের গল্প বলে উৎসব মুখর পরিবেশে কেক কেটে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন করেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments