Friday, December 8, 2023
Homeজাতীয়শেরপুরে পুরস্কার বিতরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে পুরস্কার বিতরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামীগের সাধারণ সন্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি এম এ মতিন, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পিরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকবৃন্দ, বিজয়ী শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments