তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ
এদেশের শান্তিকামী মানুষ বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে – শ্রমিক নেতা পলাশ

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখা।
রবিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার ওয়াল্টন প্লাজার সামনে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের ব্যানারে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর নেতৃত্বে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পাগলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে মুন্সিখোলা হয়ে পুণরায় পাগলা বাজার ওয়াল্টন প্লাজার সামনে এসে অবস্থান নেয়।
এসময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার নামে যে অপরাজনীতি করছে তা এদেশের শান্তিকামী মানুষ কখনোই সাপোর্ট করে না, তাদের এই আগুন সন্ত্রাসকে এদেশের শান্তিকামী মানুষ কখনোই মেনে নেবে না, বরঞ্চ তারা আজকে যে হরতালের নামে আগুন সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে তা এদেশের মানুষ মানছে না।
শ্রমিক নেতা পলাশ আরো বলেন, বিএনপি যে আগুন সন্ত্রাসে বিশ্বাসী সেটি তারা কালকে প্রমাণ করে দিয়েছে,তারা ঢাকায় সমাবেশের নামে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকের উপর হামলা করেছে, একটি হাসপাতালে অগ্নি সন্ত্রাস করেছে, নৈরাজ্য চালিয়েছে।আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিএনপি নেতারা গণতন্ত্রের কথা বলেন, তারা নাকি মানুষের জন্য রাজনীতি করেন। তাদের যে কর্মকাণ্ড এগুলো সাধারণ মানুষ দেখে বুঝে গেছে যে বিএনপি সন্ত্রাসী দল এরা ক্ষমতায় যাওয়ার লোভে মানুষ পুড়িয়ে মারতেও দ্বিধাবোধ করছে না। আর এই কারনেই এদেশের শান্তিকামী মানুষ তাদের ডাকা হরতালও প্রত্যাখ্যান করেছে।