তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

১৫ অক্টোবর থেকে সারা দেশে কি‌শোরীদের এইচ‌পি‌ভি টিকা প্রদান করা হবে

খবর নারায়ণগঞ্জ.কম: এক ডোজ এইচ‌পিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রু‌খে দিন এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে আগামী ১৫ অ‌ক্টোবর থে‌কে সারা দে‌শে ৫ম থে‌কে ৯ম শ্রেনী‌তে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থে‌কে ১৪ বছর বয়সী শিক্ষা প্র‌তিষ্ঠান ব‌হির্ভূত কি‌শোরী‌দের এইচ‌পি‌ভি টিকা প্রদান করা হ‌বে।

বৃহস্প‌তিবার (১২ অ‌ক্টোবর) সকা‌লে সি‌ভিল সার্জন অ‌ফি‌সের স‌ম্মেলন ক‌ক্ষে সাংবা‌দিক স‌ম্মেল‌নে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন জেলা সি‌ভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ ম‌শিউর রহমান ।

‌তি‌নি আ‌রো ব‌লেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে এইচপিডি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

১ম ধাপে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের এবং ১০ বছর থেকে ১৪ বছর পর্যন্ত কিশোরীদের কমিউনিটিতে এই টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম আগামী ১৫ অক্টোবর ২০২৩ইং থেকে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একযোগে শুরু হবে। জেলার লক্ষ্যমাত্রা বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী ১,২৩,৭১৮ জন এবং কমিউনিটিতে কিশোরীর সংখ্যা ৯,৭৭৩জন।

দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠিকে অবহিত করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারনার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি দিয়ে জনগণকে অবহিত করছেন। জেলা তথ্য বিভাগ নারায়ণগঞ্জ এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিং এর মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত আছে। এছাড়াও জাতীয় পর্যায়ে টেলিভিশন, পত্রিকা ও মোবাইলের মাধ্যমে উক্ত দিবসের প্রচারনা অব্যাহত আছে।

জেলার সকল মসজিদের ইমামদের জুমার নামাজের দুরো পাঠের আগে ও অন্যান্য সময় আগত মুসল্লীদের এইচপিডি ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মহোদয় ইতিমধ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য সারাদেশের ৩০০ শয্যা হাসপাতাল, এবং জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকা বিশ্বব্যাপী পরিক্ষীত, নিরাপদ ও কার্যকর। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। তাই এই কার্যক্রমে সফল বাস্তবায়নের জন্য সম্মানিত সাংবাদিক বৃদ্ধের সহযোগীতা কামনা করি এবং অতীতের মত এবারও সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে অত্র জেলায় এইচপিভি ক্যাম্পেইন, ২০২৩ইং এর সুষ্ঠ ও সফল বাস্তবায়ন হ‌বে।

Related Articles

Back to top button