জনগণের নাগালের বাইরে দ্রব্য মূল্যের দাম, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে – সেলিমা রহমান
খবর নারায়ণগঞ্জ.কম : শান্তি সমাবেশের কথা বলে আওয়ামীলীগ সহিংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, জনগণের নাগালের বাইরে দ্রব্য মূল্যের দাম, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা দেয়া হয়েছে। এই সরকার গুম, খুন, হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজিপুর জেলা বিএনপির সভাপতি ফজলুর হক মিলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে গোলাম ফারুক খোকন নির্বাচিত হন।